গোলাম মোস্তফা:
জেলার তাড়াশে এডিপির অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা বিতরণ গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের আয়োজনে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক পাখা বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মনসূর উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আলী বিদ্যুত, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মনোয়ারা খাতুন মিনি, কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান মো. বাবুল শেখ, বারুহাস ইউপি চেয়ারম্যান মো. মোক্তার হোসেন প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক জানান, এবারে ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৬ টি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে। চাহিদানুযায়ী পর্যায়ক্রমে আরো বিতরণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।