ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে শিক্ষক মারপিটের ঘটনায় অভিযুক্তের কারাদন্ড

সময়ের সংবাদ
এপ্রিল ১২, ২০১৭ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:

সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষক পেটানোর ঘটনায় প্রতিবাদ মিছিল করেছে তাড়াশ লিডো জুনিয়র স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী। এ সময় তারা শিক্ষকের ওপর হামলার বিচার দাবি করে স্লোগান দিতে থাকে। মঙ্গলবার স্কুল চলাকালীন ঘটনাটি ঘটে।
লিডো জুনিয়র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল করিম জানান, শিক্ষক হৃদয় তৃতীয় শ্রেণির ছাত্র আবির হোসেনকে শ্রেণিকক্ষে দুষ্টুমীর দায়ে কানে ধরে। এ কথা আবিরের পিতা কালাম হোসেন জানতে পেরে রেজাউল করিম হৃদয়কে ক্লাসরুম থেকে টেনে বের করে স্কুলের বারান্দায় বেধরক পেটায়। এ সময় স্কুলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিক একটি প্রতিবাদ মিছিল বের করে লিডো জুনিয়র স্কুলের সভাপতি তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খানকে অবগত করলে অভিযুক্ত কালামকে তাড়শ থানা পুলিশ আটক করে। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মনসূর উদ্দিন ভ্রাম্যমান আদালত বসিয়ে আবিরের পিতা কালামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।