আরিফুল ইসলাম,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ তাড়াশে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ই আগষ্ট শনিবার দুপুরে উপজেলার পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি, উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আব্দুল লতিফ, তাড়াশ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম, বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা রানী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খলিলুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম, তালম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছ প্রধান, উপজেলা জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম প্রমূখ।