গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিক ও সুধিজনদের সঙ্গে স্থানীয়-জাতীয় রাজনীতি ও সরকারের উন্নয়ন ভাবনা নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করে তাহিরা হক মানব উন্নয়ন নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। গতকাল রবিবার প্রতিষ্টানের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. ফজলার রহমান। প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান ও তাহিরা হক মানব উন্নয়ন সংস্থার সভাপতি মো. আব্দুল হক।
এ সময় বক্তৃতা করেন, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক আহমেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাপ্তাহিক চলনবিল বার্তার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, মাই টিভির চলনবিল প্রতিনিধি মিস্টার সনাতন দাস, সমকাল প্রতিনিধি আতিকুল ইসলাম বুলবুল, দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা, আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজ সরকার প্রমুখ।