গোলাম মোস্তফা, নিজস্ব সংবাদদাতা, সময়ের সংবাদ: “রক্ত দানে নেই ভয়-মানবতার হবে জয়” এই স্লোগান নিয়ে স্বেচ্ছায় রক্ত দান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত হয়েছে। একই সাথে কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালে উপজেলার নাদোসৈয়দপুর জনকল্যান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সিরাজগঞ্জ জেলা শাখা উৎসর্গের আয়োজনে এ কর্মকান্ডগুলো বাস্তবায়িত হয়। মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শাজাহান আলী, ছাত্রলীগ সভাপতি আনিছ প্রধান, মুক্তিযুদ্ধ স্মৃতি সংসদ ও লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. সিরাজ সরকার প্রমুখ। আয়োজক সংগঠন এসময় প্রত্যান্ত গ্রামের ৪৫জন কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা দেন। একই সাথে জেলা প্রশাসকের অনুদান এবং উপজেলা চেয়ারম্যান এর ব্যক্তিগত তহবিল থেকে ১৫০জন দুস্থ শীতার্তকে শীত বস্ত্র দেয়া হয়। পরে রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে শ’শ’ মানুষ সেচ্ছায় যোগদান করেন।#