গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ: সিরাজগঞ্জ তাড়াশে রহস্যজনকভাবে যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা বারুহাস ইউনিয়নের সড়াবাড়ী গ্রামে।
জানা যায়, সড়াবাড়ী গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে ২ সন্তানের জনক মইনুল হোসেন (২৭) কে শুক্রবার গভীর রাতে নিজ শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার স্ত্রী চিৎকার দেয়। চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে এসে মইনুলকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়।
এটি আত্মহত্যা না হত্যা এনিয়ে এলাকার মানুষের মাঝে সন্দেহের সৃষ্টি হয়েছে। খরব পেয়ে তাড়াশ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। তাড়াশ থানা অফিসার ইন্চার্জ (ওসি) এটিএম আমিনুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে তাড়াশ থানায় ইউডি মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।