ঢাকাবৃহস্পতিবার , ২০ জুলাই ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা

সময়ের সংবাদ
জুলাই ২০, ২০১৭ ২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
মাছ চাষে গড়বো দেশ-বদলে দেব বাংলাদেশ। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলার তাড়াশে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি ঘিরে বুধবার সকালে একটি বিশাল র‌্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বেড় হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে অংশগ্রহণকারী সকলে মিলে উপজেলা পরিষদের সামনের একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন। তিনি বলেন, চলবিল অধ্যূষিত তাড়াশে সুপরিকল্পিতভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি করে এলাকার মানুষের আমিষের চাহিদা মিটিয়ে বাইরের জেলায় রপ্তানি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও রাজস্ব আয় বৃদ্ধি করা সম্ভব।
এ সময় আরো বক্তৃতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার মো. শাহাদত হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।