ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই তালিকা প্রকাশ

সময়ের সংবাদ
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংংবাদ:
সোমবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কর্মকর্তাদের সম্মিলিত স্বাক্ষরে তাড়াশে বসবাসরত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়েছে। আবেদনকৃত ৬৪ জনের মধ্যে ১০ জন প্রকৃত মুক্তিযোদ্ধা রেখে নানা অজুহাতে ৫৪ জনের আবেদন নামঞ্জুর করেছেন কমিটি। দীর্ঘদিন যাবৎ সরকারি ভাতা গ্রহণকারী মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়েছেন ২ জন।
আবেদনকৃতদের মধ্যে স্থান পেয়েছেন উপজেলার নওগা ইউনিয়নের গাজী তারিফ হোসেন, গাজী কামারুজ্জামান, গাজী আব্দুল হাই, গাজী আব্দুর রহমান শওকত, গাজী আফছার আলী এবং মৃত গাজী আলতাব হোসেন আতাহার। তাড়াশ সদর ইউনিয়নের হারুনার রশিদ ও মকছেদ আলী। তালম ইউনিয়নের মনছুর রহমান। মাগুড়া বিনোদ ইউনিয়নের আমিনুল ইসলাম আয়েজ।
পুরাতনদের তালিকা থেকে বাদ পড়েছেন তাড়াশ সদর ইউনিয়নের ফরহাদ হোসেন এবং নওগা ইউনিয়নের আব্দুল আজিজ।
আগের ১৩৪ এবং নতুন তালিকাভূক্ত ১০ জন মিলে উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ালো ১৪৪।

বিষয়ের পরিপ্রেক্ষিতে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিরি সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদুল ইসলাম জানান, কমিটির সকল কর্মকর্তার সক্রিয় অংশগ্রহনে অত্যান্ত নিরপেক্ষভাবে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।