গোলাম মোস্তফা, নিজস্ব সংবাদদাতা, সময়ের সংবাদ: রায়গঞ্জ ও তাড়াশে বসবাসরত ১৫ থেকে ৩০বছর বয়সের আদিবাসী যুবক-যুবতীদের নিয়ে “আদিবাসীদের মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা” বিষয়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী যুব ও নারীর ক্ষমতায়নের লক্ষে গতকাল সোমবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে উরাঁও ফাউন্ডেশন নামে ১টি সংগঠন এর আয়োজন করে। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে এসময় প্রধান অতিথি হিসেবে কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম উপস্থিত হয়ে এ প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাহ্ফুজা আকতারের সভাপতিত্বে অবহিতকরণ সভায় অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, সমবায় অফিসার জুলফিকার আলী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।