সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার দলিলুর রহমানকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলামিন কাওসার জানান, মাদ্রাসা সুপার দলিলুর রহমান মুক্তা মাদ্রাসায় নিয়মিত আসেন না এবং মাদ্রাসার তিনটি পদের বিপরীতে অগ্রিম লাখ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন। শুধু তাই নয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসার ভাতার সিটে স্বাক্ষরের জন্য শিক্ষকদের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়াসহ প্রতিষ্ঠানের গাছ কেটে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এবং প্রতিষ্ঠানের পুকুর ও জমির কয়েক বছরের লিজের টাকা আত্মসাতের সত্যতা মিলেছে।তাই গত ২০ ডিসেম্বর মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্তক্রমে সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করার জন্য সহকারী শিক্ষিকা সুইটি আক্তারকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।