আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জের তাড়াশ দারুল উলুম মহিউস সুন্নাহ ক্বওমীয়া হাফিজিয়া মাদ্রাসার নব-নির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ৬৪ সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
বৃহস্পতিবার (৪ই আগষ্ট) সন্ধ্যার দিকে তাড়াশ দারুল উলুম মহিউস সুন্নাহ ক্বওমীয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হাসান রুবেলের পরিচালনায় ওই মাদ্রাসার নব-নির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট,বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক, বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।