আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জ তাড়াশে মাদক সেবন করে মাতাল অবস্থায় উপজেলা ছাত্রদলের নেতা মাসুদ রানা ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে তাড়াশ হাসপাতাল গেট এলাকায় তাড়াশ থানার পুলিশের একটি দল তাদের আটক করে।
আটক তিনজন হলো উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক পৌষার গ্রামের আকবর আলীর ছেলে মাসুদ রানা (২৬), ধানকুন্ডি গ্রামের মনিরুজ্জামানের ছেলে শাহাবুদ্দিন(২৯), মৃত হযরত আলীর ছেলে আবুল বাশার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হাসপাতাল গেট এলাকায় ওই তিনজন মাদক সেবন করে মাতাল ও বেসামাল অবস্থায় হৈ-হুল্লা করে এলাকার জনসাধারণের বিরক্তি সৃষ্টি করে তখন তাদের তিনজনকে আটক করা হয়েছে।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় পুলিশ আইনের ৩৪(৬) মামলা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।