গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে মাজারের জায়গা প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে ঘরবাড়ি নির্মানের অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের উলিপুর গ্রামে হযরত একদিল শাহ (রঃ) মাজার শরীফ অবস্থিত। অনেক দিন পূর্ব থেকেই এখানে একদিল শাহ (রঃ) নামের মাজার ছিল। বর্তমানে সেখানকার বড় বটবৃক্ষটি মাজারের নিদর্শন বলে এলাকাবাসীর দাবি। পরে মাজারের ভক্তরা হযরত একদিল শাহ (রঃ) মাজার শরীফের স্থাপনা সংস্কার হয়।
মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল সালাম বলেন, মাজারের নামে ৩২ শতক জায়গা দলিল পত্রে রয়েছে, যার সি এস খতিয়ান নং ৭৮, এস এ খতিয়ান নং ৯৪, আর এস খতিয়ান নং ১১৬, ব্রিটিশ খাতিয়ান নং ০১, দাগ নং সাবেক ৭৬, ১ একর ১৩’র কাতে দক্ষিণ ছামে ৩২ শতাংশ ভুমি পত্তনি নামায় উল্লেখ রয়েছে। যাহা পীর সাহেবের মাজার অবস্থিত।
দাগের মধ্যে উলিপুল গ্রামের আবুল কাসেম মাহাতাব, আব্দুল মজিদ দুলাল হোসেন ও আমিরুল ইসলাম সহ বেশ কয়েকজন প্রভাবশালী জোরপূর্বক ঘরবাড়ি নির্মান করে অবৈধভাবে দখল করে রেখেছে। যার ফলে ভক্তগণ মাজারের কার্যক্রম পরিচালনা সুষ্ঠভাবে পালন করতে পারছেনা। মাজারের উন্নয়নের লক্ষ্যে এলাকার নেতৃস্থানীয় লোকজন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অথচ প্রভাবশালী দখলদাররা বিভিন্ন জায়গায় মাজারের নামে অপপ্রচার চালাচ্ছে।
এলাকাবাসী ও ভক্তগণ মনে করেন, মাজারের জায়গা অবমুক্ত হলে মাজারের কার্যক্রম পরিচালনা করা সুবিধা হবে এবং সেই সাথে সরকারের স্বার্থ ও সম্পদ রক্ষা হবে।