ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে মাগুড়া গ্রামে হামলা ও ভাংচুরের ঘটনায় উভয় পক্ষের মামলা

সময়ের সংবাদ
এপ্রিল ১৯, ২০১৭ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:

সিরাজগঞ্জের তাড়াশে খাস জমি, পুকুর, বসতভিটা নিয়ে বিরোধ ও বাড়িঘর ভাংচুরের ঘটনায় মামলা করেছেন দু’পক্ষ। আটক করা হয়েছে উভয় পক্ষের তিন জনকে
জানা গেছে, গত রবিবার উপজেলার মাগুড়াবিনোদ ইউপির মাগুড়াবিনোদ গ্রামের বরাত আলীর দুই ছেলে প্রভাবশালী আরিফ ও আলতাব গং খাস জমি কেন্দ্র করে প্রতিপক্ষ ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় দেশীয় অস্ত্র স্বস্ত্রের আঘাতে অন্তত ২০ জন আহত হয়। ওই ঘটনায় আলতাব ও আরিফ গংয়ের ৩০ জনকে আসামী করে মামলা করেন মাসুদ রানা নামের এক ব্যক্তি। মামলায় ওই দিনই আটক হন আরিফ নামের একজন।
হামলার প্রতিবাদ ও আসামীদের আটকের দাবিতে গত সোমবার একটি মিছিল মাগুড়া গ্রাম থেকে বের হয়ে তাড়াশ সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাসুদ সমর্থকরা আলতাব ও আরিফ সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা-প্রতিষ্ঠান ভাংচুর করে। ভাংচুরেরর ঘটনায় সোমবার আরিফের ভগ্নীপতি মিলন হোসেন বাদি হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক মানুষের নামে মামলা করেন। মামলায় আব্দুল হান্নান ও মোকছেদ আলী নামের দু’জনকে রাতেই আটক করে পুলিশ । এদিকে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলায় মাগুড়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, এখন পর্যন্ত উভয় পক্ষের মামলায় তিন জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।