গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে খাস জমি, পুকুর, বসতভিটা নিয়ে বিরোধ ও বাড়িঘর ভাংচুরের ঘটনায় মামলা করেছেন দু’পক্ষ। আটক করা হয়েছে উভয় পক্ষের তিন জনকে
জানা গেছে, গত রবিবার উপজেলার মাগুড়াবিনোদ ইউপির মাগুড়াবিনোদ গ্রামের বরাত আলীর দুই ছেলে প্রভাবশালী আরিফ ও আলতাব গং খাস জমি কেন্দ্র করে প্রতিপক্ষ ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় দেশীয় অস্ত্র স্বস্ত্রের আঘাতে অন্তত ২০ জন আহত হয়। ওই ঘটনায় আলতাব ও আরিফ গংয়ের ৩০ জনকে আসামী করে মামলা করেন মাসুদ রানা নামের এক ব্যক্তি। মামলায় ওই দিনই আটক হন আরিফ নামের একজন।
হামলার প্রতিবাদ ও আসামীদের আটকের দাবিতে গত সোমবার একটি মিছিল মাগুড়া গ্রাম থেকে বের হয়ে তাড়াশ সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাসুদ সমর্থকরা আলতাব ও আরিফ সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা-প্রতিষ্ঠান ভাংচুর করে। ভাংচুরেরর ঘটনায় সোমবার আরিফের ভগ্নীপতি মিলন হোসেন বাদি হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক মানুষের নামে মামলা করেন। মামলায় আব্দুল হান্নান ও মোকছেদ আলী নামের দু’জনকে রাতেই আটক করে পুলিশ । এদিকে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলায় মাগুড়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, এখন পর্যন্ত উভয় পক্ষের মামলায় তিন জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।