ঢাকামঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে ভ্রাম্যমান আদালতে ৭জুয়াড়ির ৭শ’ টাকা জরিমানা

সময়ের সংবাদ
জানুয়ারি ১৭, ২০১৭ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ: জুয়া খেলার সময় উপজেলার তালম ইউনিয়নের তালম সাহেব বাজারে অভিযান চালিয়ে ৭জুয়াড়িকে হাতেনাতে আটক করেছেন তাড়াশ পুলিশ। জুয়াড়িদের ভ্রাম্যমান আদালতে ৭শ’ টাকা জড়িমানা করা হয়েছে।
আটককৃতরা- তালম গ্রামের মৃত. চাদ আলীর ছেলে আবু তালেব, মৃত. কোরবান আলীর ছেলে খয়বার আলী, মফিজ উদ্দিনের ছেলে মো. রুহুল আমিন, তাজ উদ্দিনের ছেলে মো. রবিউল, রাজ্জাকের ছেলে আলামিন, বেলালের ছেলে মোবারক হোসেন এবং রেজাউলের ছেলে আব্দুর রহিম।
জানা যায়, সোমবার রাত ৯টার সময় তালম সাহেব বাজার সাইদুরের চায়ের দোকানে ওই ৭জুয়াড়ি তাস দিয়ে জুয়া খেলছিল। এসময় তাড়াশ থানা পুলিশ পোপন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করেন। এরপর গতকাল মঙ্গলবার দুপুরে  ভ্রাম্যমান আদালত বসিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মনসূর উদ্দিন জুয়াড়িদের প্রত্যেককে ১শ’ টাকা করে জরিমানা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।