গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ: জুয়া খেলার সময় উপজেলার তালম ইউনিয়নের তালম সাহেব বাজারে অভিযান চালিয়ে ৭জুয়াড়িকে হাতেনাতে আটক করেছেন তাড়াশ পুলিশ। জুয়াড়িদের ভ্রাম্যমান আদালতে ৭শ’ টাকা জড়িমানা করা হয়েছে।
আটককৃতরা- তালম গ্রামের মৃত. চাদ আলীর ছেলে আবু তালেব, মৃত. কোরবান আলীর ছেলে খয়বার আলী, মফিজ উদ্দিনের ছেলে মো. রুহুল আমিন, তাজ উদ্দিনের ছেলে মো. রবিউল, রাজ্জাকের ছেলে আলামিন, বেলালের ছেলে মোবারক হোসেন এবং রেজাউলের ছেলে আব্দুর রহিম।
জানা যায়, সোমবার রাত ৯টার সময় তালম সাহেব বাজার সাইদুরের চায়ের দোকানে ওই ৭জুয়াড়ি তাস দিয়ে জুয়া খেলছিল। এসময় তাড়াশ থানা পুলিশ পোপন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করেন। এরপর গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মনসূর উদ্দিন জুয়াড়িদের প্রত্যেককে ১শ’ টাকা করে জরিমানা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান।