ঢাকাসোমবার , ১ নভেম্বর ২০২১
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে ভূমিহীনদের মানববন্ধন

সময়ের সংবাদ
নভেম্বর ১, ২০২১ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

তাড়াশে ভূমিহীনদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের কবরস্থান সড়কের পাশের খাস জমিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভূমিহীনদের অভিযোগ, ঐ গ্রামের গফুর মোল্লা ভূয়া ভূমিহীন সেজে ১২ বিঘা খাস জমি দখলে রেখেছেন।
ভূমিহীন আবু হানিফ বলেন, বাহার আলী, মনিরুল ইসলাম, ইসাহাক মন্ডল, মোজাম্মেল হক, তাহাজ আলী, আয়শা খাতুন, ময়না খাতুন, সাজেদা পারভিন ও ফারজানা পারভিন বলেন, “ আমাদের বাপ- দাদার আমল থেকে এসব ২ নাম্বর ও ৩ নাম্বর খাসের জমি আমরা চাষাবাদ করে আসছিলাম। অনেকে জমির এক কোণে বসতঘর নির্মাণ করে বসবাস করতেন। এরপর প্রভাবশালী গফুর মোল্লা আমাদের নামে একাধিক মামলা করে সেই জমি ছেড়ে দিতে বাধ্য করেন। বিশেষ করে ভূমিহীন আবু হানিফ বলেন, আমার নামে ৮টি মামলা করেছেন গফুর মোল্লা।
মানববন্ধনে উপস্থিত শতাধিক ভ‚মিহীন পরিবারের দাবী, ১২ বিঘা খাস জমি জবর দখল মুক্ত করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়া হোক। নয়তো এ নিয়ে আগামীতে অবস্থান কর্মসূচি পালনকরা হবে।
এদিকে গফুর মোল্লা বলেন, ২ নাম্বার খাস খতিয়ানভুক্ত জমি। আমি নিয়ম অনুযায়ী ভোগ দখলে আছি।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।