আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জ তাড়াশে পবিত্র ঈদুর আযহা উপলক্ষে তাড়াশ পৌর সভার উদ্দেগে অসহায়, দু:স্থ ও হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিজিএফ এর চাল বিতরণ করেন সিরাজগঞ্জ ৩ তাড়াশ-রায়গঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
সরকারী বরাদ্দ থেকে হতদরিদ্র পরিবার ও দু:স্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জান মনি, ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খানঁ ও প্রভাষক মর্জিনা ইসলাম,সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, অধ্যক্ষ আবু সাইদ পৌর সচিব আশরাফ আলী ভুইয়া,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদুৎ, তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ,জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক ও যুবনেতা সিরাজ সরকার ছাত্রলীগ সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।