গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশে বসত বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার হাতে চাচা আহতের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দোগাড়িয়া গ্রামের মো.বাছেদ খান, ইসমাইল খানসহ আরো দুইজন নিকট আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগটি করেছেন একই গ্রামের মো. রাশেদ খান।
লিখিত অভিযোগে সূত্রে জানা যায়, রাশেদ খানের আপন ভাই মৃত কফিলদ্দি খানের দুই ছেলে মো.বাছেদ খান এবং ইসমাইল খান স্থানীয় প্রভাবশালী। যে কারণে বাড়ির সামনে সরকারি পাকা রাস্তার খানিকটা জুড়ে জোরপূর্বক খোয়ারের পালা দিয়ে রেখেছে তারা। এছাড়া ইরি-বোরো মৌসুমে রাস্তায় যানবাহন দাঁড় করিয়ে কৃষি ফসলাদি বেচার ক্ষেত্রেও বাধা দিয়ে থাকে। তুলনামূলক চাচা অতি দরিদ্র হওয়ায় দীর্ঘদিন যাবৎ বাড়ির সীমানা নিয়ে বিরোধ করে আসছে ভাতিজারা।
ঘটনার দিন গতকাল শুক্রবার রাশেদ খান তার ইরি ধানের খোয়ার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। দুপুরে একটি ভটভটি করে ওই ব্যবসায়ী বাড়ির ওপর থেকে খোয়ারগুলো নিতে গেলে বাছেদ খান এবং তার ভাই ইসমাইল খান বাধা দেয়। এ সময় অসহায় রাশেদ খান প্রতিবাদ করলে ভাতিজারা মিলে তাকে বেধরক পেটায়।
সরেজমিনে অভিযুক্তদের কাছে গেলে তারা এ প্রতিবেদকের সামনেই রাস্তার ওপরে থাকা খোয়ারের পালা সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। এ সময় বাছেদ খান ও ইসমাইল খানের চাচাত ভাই প্রবীণ আব্দুর রাজ্জাক খান মারপিটের ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানা এএসআই মো. শফিকুল ইসলাম জানান, রাশেদ খান তার দুই ভাতিজা বাছেদ খান, ইসমাইল খান, নাতী আমিনুল ইসলাম এবং নাতী জামাই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তদন্তপূর্বক আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।