গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জ বিশ্ব ইজতেমা থেকে ফেরার পথে তাড়াশের কহিত গ্রামের সাত মুসল্লী দূর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার সন্ধা রাতে সিরাজগঞ্জ রোড থেকে মহিষলুটি আসার জন্য ভটভটিতে চড়লে হাটি কুমরুল-বনপাড়া রোডের দবিরগঞ্জ নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হাড়ালে এ দূর্ঘটনা ঘটে।
আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুলতানকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রহিচ ও নজিবরকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল এবং জমিন, আছলাম, ছাত্তার, শহিদকে বগুড়া জিয়া মেডিকেলে রেফার করা হয়।
আশঙ্খা জনক অবস্থায় তাদের রেফার করা হয়েছে বলে জানান, কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব রায়।
সিরাজগঞ্জ সদর থেকে শহিদকে সোমবার সকালে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জনা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।