গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তুচ্ছ ঘটনায় সিরাজগঞ্জের তাড়াশে খবির প্রামানিক নামের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে তিন যুবক। মূমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। বৃহস্পতিবার উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের এ ঘটনা।
স্থানীয় সূত্রে এবং থানায় দায়েরকৃত অভিযোগে থেকে জানা যায়, ঐ দিন ভোরের দিকে খবির প্রামানিক (৬৫) অভিযুক্ত রাজা মিঞার জমির আইলে একটি মাছ ধরার ধুন্দি পেতে রাখে। এরপর তিনি সকাল আনুমানিক আটটার সময় সেই ধুন্দি ঝেরে মাছ নিয়ে আসার জন্য যায়। এ সময় ধুন্দি খুঁজে না পেয়ে বৃদ্ধ রাজা মিঞাকে জিজ্ঞেস করলে জমির আইল কেটে ধুন্দি পাতার কারণে ভেঙে ফেলেছে বলে সাফ জানিয়ে দেয় রাজা মিঞা।
এভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে ঐ গ্রামের প্রভাবশালী আলহাজ হবু মিঞার ছেলে রাজা মিঞা (২৮), ইউসুফ আলীর ছেলে রাহেন (২৫) এবং রাজ্জাকের ছেলে আছলাম (২০) বৃদ্ধকে বেধরক পিটিয়ে আহত করেন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কপালের পাশে আঘাত এবং ব্যাথা জনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি রেখেছেন বলে জানিয়েছেন কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।