ঢাকামঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে বিয়ের দাবিতে যুবক প্রেমিকের বাড়িতে প্রেমিকা ৫ সন্তানের জননীর অনশন

সময়ের সংবাদ
আগস্ট ২৩, ২০২২ ৬:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

আরিফুল ইসলামঃ

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে স্বামী, সন্তান রেখে যুবক প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা ৫ সন্তানের এক জননী।

ঘটনাটি ঘটেছে সোমবার (২২ আগষ্ট) সন্ধ্যা থেকে উপজেলার তালম ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে যুবক প্রেমিক মোস্তাক (৩২) এর বাড়িতে । তিনি একজন অবিবাহিত ছেলে।

ওই পাঁচ সন্তানের জননী জানান, মোস্তাক তাকে বিয়ে না করলে তার বাড়িতেই আত্মহত্যা করবে। ৫ বছর থেকেই মোস্তাকের সঙ্গে আমার প্রেমের সর্ম্পক চলে আসছে। সে বিভিন্ন সময়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্ত্রীর মতো ব্যবহার করেছে।গতকাল রাতেও আমাকে বিয়ে করবে বলে আমার এক আত্মীয় বাড়িতে আমার সাথে ছিলো। পরে আমি বিয়ের কথা বললে, সে আমাকে আর বিয়ে করবে না জানায় এবং আমাকে রেখে পালিয়ে যায় । এদিকে আমি বাড়িতে গেলে আমার স্বামী ও সন্তানেরা মোস্তাকের সাথে প্রেমের সম্পর্ক জানতে পেরে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করছি।

এদিকে বাড়িতে প্রেমিকার অনশনের খবর পেয়ে মোস্তাক বাড়ি থেকে পালিয়েছেন।

এবিষয়ে তালম ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক  জানান, বিষয়টি আমি শুনেছি। এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।