ঢাকাসোমবার , ৩১ জুলাই ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে বিদ্যুত সুবিধা পেল ১৭ গ্রামের মানুষ

সময়ের সংবাদ
জুলাই ৩১, ২০১৭ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ। এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়েছে ১৭টি প্রত্যন্ত গ্রামের ১ হাজার ৫শ’ ১১টি পরিবার। এসব গ্রামে বিদ্যুতায়নে সরকারের ব্যয় হয়েছে পাঁচ কোটি ৯৫ লাখ টাকা।  রবিবার পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের উদ্যোগে গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর মাদ্রাসা মাঠে এই বিদ্যুৎ সরবরাহের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কাছে সুষ্ঠু এবং নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করা হচ্ছে।
তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্বাস উজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার হাসান আহমেদ মজুমদার, তাড়াশ জোনাল অফিসের ডি জি এম মো. কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুত প্রমুখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।