গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশ ইসলামিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয় করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত রবিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি তাড়াশ সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ওই বিদ্যালয়ের প্রায় ২ শতাধিক ছাত্র অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে “তাড়াশবাসীর এক দাবি- ইসলামিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয় করণ করতে হবে”।
বিক্ষোভ মিছিল শেষে তাড়াশ প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে তারা। প্রতিবাদ সমাবেশে ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র মো. অনিক হাসান বিদ্যালয় জাতীয় করণের দাবিতে ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদান। মঙ্গলবার উপজেলার সর্বস্তরের লোকজন নিয়ে তাড়াশ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন।