গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশে বাল্যবিয়ে প্রতিরোধ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করণে ছায়াপরি প্রকল্পের আওতায় এক স্কুল ম্যানেজিং কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একশনএইড বাংলাদেশের সহায়তায় মঙ্গলবার উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে বেসরকারি উন্নয়ন সংগঠন ডিডিপি এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আলো যুব ফোরামের সভাপতি কুমারী সন্ধা রানী। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক কাজী সোহেল, প্রোগ্রাম অফিসার আল-আসাদ, দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা, খোলা কাগজের আশরাফুল ইসলাম রনি, আমার সময়ের লিটন আহমেদ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।