ঢাকাবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০১৬
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে বাল্যবিয়ে ও যৌন হয়রানিকে লালকার্ড

সময়ের সংবাদ
নভেম্বর ১৭, ২০১৬ ২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:

“থাকলে শিশু বিদ্যালয়ে, হবেনা বিয়ে বাল্যকালে – থাকলে শিশু লেখাপড়ায়, সফল হবে জীবন গড়ায়” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ তাড়াশে বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগিতায় তাড়াশ উপজেলা পরিষদ ও বস্তুল ইসহাক বহুমূখী উচ্চ বিদ্যালয় যৌথভাবে বিদ্যালয় প্রাঙ্গনে সচেতনতামূলক কর্মশালাটির আয়োজন করে।

আলহাজ্ব আজিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন, আবু নূর মো. শামসুজ্জামান, উপ-পরিচালক, স্থানীয় সরকার, সিরাজগঞ্জ। বক্তৃতায় প্রধান অতিথি বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড দেখিয়ে শপথ বাক্য পাঠ করান।

3

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান, বারুহাস ইউপি চেয়ারম্যান মো. মোক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহ্ফুজা আকতার, সময়ের সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম মোস্তফা, নিকাহ্ রেজিস্টার আব্দুস সামাদ, ইউপি সদস্য ফরিদুল ইসলাম, সহকারী শিক্ষক রুহুল আমিন, অভিভাবক সদস্য রশিদুল হাসান মন্টু, শিক্ষার্থী সুমাইয়া খাতুন প্রমূখ।

বক্তৃতায় চেয়ারম্যান মোক্তার হোসেন বারুহাস ইউপিকে ওয়ার্ডসভা কার্যক্রমে বাল্যবিবাহ প্রতিরোধ ইস্যুটি সর্বাধিক গুরুত্ব দিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত করার ষোষণা দেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।