ঢাকাবুধবার , ২০ জুলাই ২০২২
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে বাবা-ছেলে মিলে কৃষককে পিটিয়ে হত্যা

সময়ের সংবাদ
জুলাই ২০, ২০২২ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

আরিফুল ইসলামঃ

সিরাজগঞ্জ তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষক গোলবার হোসেনকে (৫০) নামে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের দেলোয়ার (৬০) ও তার ছেলে আলামিনের (২৮) বিরুদ্ধে।

বুধবার (২০ জুলাই)  সন্ধ্যার দিকে উপজেলার আড়ংগাইল গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত গোলবার হোসেনের সাথে প্রতিবেশী দেলোয়ার হোসেন ও তার ছেলে আলামিনের দেনাপাওনা নিয়ে প্রায়ই কলহ সৃষ্টি হতো। আজ সন্ধ্যার দিকে এরই জের ধরে আড়ংগাইল বাজারে গোলবার হোসেনের সঙ্গে দেলোয়ার হোসেন ও তার ছেলে আলামিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দেলোয়ার হোসেন ও তার ছেলে আলামিন লাঠি-সোঁটা দিয়ে গোলবার হোসেনেকে মারধর করে। তখন গোলবার হোসেনের ছেলে শাকিল (২৫) এগিয়ে আসলে তাকেও মারধর করে আহত করা হয় বলে জানায় স্থানীয়রা। তখন তাদের উদ্ধার করে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই গোলবার হোসেন মারা যায়।

এবিষয়ে তাড়াশ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। যেহেতু হত্যার অভিযোগ উঠেছে এজন্য মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।