ঢাকাবুধবার , ১৫ ডিসেম্বর ২০২১
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে বাপ-চাচা মিলে ছেলেকে বিষ খাইয়ে হত্যা।

সময়ের সংবাদ
ডিসেম্বর ১৫, ২০২১ ৮:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বাপ-চাচা মিলে ছেলেকে বিষ খাইয়ে হত্যা।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত ১০টা দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষরৌহালি গ্রামে। নিহত আবু তালেবের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।

এলাকাবাসী সুত্রে জানা যায়, বাপ-চাচার সাথে ছেলের মধ্যে পারিবারিক কলোহ লেগেই থাকতো। এর জের ধরে গতকাল রাতে বাবা আবু তালেব ও চাচা জালাল উদ্দীন ছেলেকে বাড়িতে একা পেয়ে মারপিট করার পর জোর পৃ্র্বক ভাবে বিষ খাইয়ে দেয় পরে লোকজন জানাজানি হলে গুরুতর অসুস্থ অবস্থা বগুড়া জিয়া মেডিকেল হাসপাতালে নেয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতর বাপ- চাচা এবং চাচাতো ভাইয়েরা পলাতক রয়েছে।

নিহতের বোন আতিয়া খাতুন জানান, আমার ভাইকে সবসময় আমার বাবা মারধর করতো। গতকাল রাতে আমার বাবা ও চাচা মিলে মারপিট করে বিষ খাইয়ে মেরে ফেলেছে।

তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক জানান, লাশকে বগুড়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।