তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বাপ-চাচা মিলে ছেলেকে বিষ খাইয়ে হত্যা।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত ১০টা দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষরৌহালি গ্রামে। নিহত আবু তালেবের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বাপ-চাচার সাথে ছেলের মধ্যে পারিবারিক কলোহ লেগেই থাকতো। এর জের ধরে গতকাল রাতে বাবা আবু তালেব ও চাচা জালাল উদ্দীন ছেলেকে বাড়িতে একা পেয়ে মারপিট করার পর জোর পৃ্র্বক ভাবে বিষ খাইয়ে দেয় পরে লোকজন জানাজানি হলে গুরুতর অসুস্থ অবস্থা বগুড়া জিয়া মেডিকেল হাসপাতালে নেয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতর বাপ- চাচা এবং চাচাতো ভাইয়েরা পলাতক রয়েছে।
নিহতের বোন আতিয়া খাতুন জানান, আমার ভাইকে সবসময় আমার বাবা মারধর করতো। গতকাল রাতে আমার বাবা ও চাচা মিলে মারপিট করে বিষ খাইয়ে মেরে ফেলেছে।
তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক জানান, লাশকে বগুড়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।