গোলাম মোস্তফা,নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
চলনবিল অধ্যূষিত সিরাজগঞ্জ জেলার তাড়াশে বন্যার পানি বেড়ে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। তাড়াশ উপজেলা সদরের আশপাশের কাঁচা-পাকা সড়কসহ বিভিন্ন গ্রাম গঞ্জের মেটো পথগুলোর ওপর দিয়ে থৈ থৈ করছে পানি। আর বন্যার পানির সঙ্গে বাড়ছে নৌকা বিক্রি।
তাড়াশের সবচেয়ে বড় হাট হিসেবে পরিচিত নওগাঁ হাটে ক্রেতা-বিক্রেতাদের বেশ ভীড় লক্ষ্য করা গেছে। বিক্রেতারা হাট এলাকার সঙ্গে একটি মাঠের পুরোটা জুড়ে সারিবদ্ধভাবে রেখেছেন নৌকা। আর ক্রেতা সাধারণ দর দাম করছেন। ছোট বড় ভেদে প্রতিটি ডিঙি নৌকা বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ৪ হাজার ৫শ’ টাকায়।
নৌকা বিক্রেতা আব্দুর রহিম, কাসেম আলী, গফুর মোল্লা জানান, নওগাঁ হাটে বর্ষা মৌসুমের পুরোটা সময় নৌকা বিক্রি হয়ে থাকে। তবে এবারের বন্যা পরিস্থিতে বেচা বিক্রি আগের তুলনায় অনেক বেড়েছে। প্রতি হাটে প্রায় ৮০ থেকে ১শ’টি নৌকা বিক্রি হচ্ছে।
ক্রেতা ইউনুছ প্রামানিক, সিদ্দিক হোসেন, আইয়ূব আলী, শাহিনুর ইসলাম জানান, দ্বিতীয় বারের বন্যায় তারা পানিবন্দি হয়ে পড়েছেন। বাধ্য হয়ে নৌকা কিনতে হচ্ছে তাদের।