আরিফুল ইসলামঃ
বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে হোসনে আরা নাসরিন দোলনকে সভাপতি ও আব্দুল হান্নান সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয় ।
গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাড়াশ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হোসনে আরা নাসরিন দোলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোন্দকার আব্দুস সামাদ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শামস ই এলাহী অনু। বিশেষ বক্তা ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট জেলার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মেহেদি পারভেজ, রায়গঞ্জ উপজেলা শাখায় সভাপতি কে এম রফিকুল ইসলাম, প্রভাষক আবুল হাসান খোকন,জেলা পরিষদের সদস্য শরীফুল ইসলাম তাজফুল, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মাসুম রানা ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আরিফ, রায়গঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শঙ্কর কুমার দাস উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস তিন বছর মেয়াদী তাড়াশ উপজেলার নতুন কমিটি ঘোষণা করেন।