ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২০
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ

সময়ের সংবাদ
নভেম্বর ১৬, ২০২০ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আরিফুল ইসলামঃ সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে আবু বক্কার মন্ডল (৫৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। তিনি বিনসাড়া গ্রামের জুলমত আলীর ছেলে। সোমবার ভোরে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আবু বক্কার মন্ডল গত রোবাবর দুপুরে বিনসাড়া বাজারে একটি হোটেলে বঙ্গবন্ধুকে নিয়ে নানা ধরনের গালিগালাজ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ওই দিন ভোর রাতে আবু বক্কার মন্ডলকে আটক করে থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আসিক বলেন, আটকৃত আবু বক্কার মন্ডলকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।