ঢাকাবুধবার , ১৬ জুন ২০২১
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে প্রেম ঘটিত ব্যাপারে হত্যার অভিযোগ

সময়ের সংবাদ
জুন ১৬, ২০২১ ৭:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্ত্রী শেফালীর অভিযোগ, তার স্বামী আব্দুল মতিনকে (৩৮) হত্যা করা হয়েছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ কয়েকজন বলেন, টিভি মেকার আব্দুল মতিনের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। সে কারণেও তাকে হত্যা করা হতে পারে। তারা আরো বলেন, আগেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেয়েদের সাথে প্রেম ঘটিত ব্যাপারে এসাহাক আলী, রওশন বাউল ও আবু সাইদ নামে এক গৃহ শিক্ষককে বেদম মারপিট করে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু তারা প্রাণে বেঁচে যান।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৬ জুন) সকাল সারে ১০ টার দিকে একদল কিশোর ছেলে গুল্টা দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলছিলেন। হঠাৎ তাদের বলটা বিদ্যালয়ের নলকক‚প ও পায়খানার প্রাচীরের মধ্যে যায়। তখন তারা লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে বিষয়টি জানান।


নিহত টিভি মেকার আব্দুল মতিনের বাড়ি তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম পদ্ম পাড়া গ্রামে। তার বাবার নাম মৃত ফজলার হোসেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক  বলেছেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।