গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
“নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সুন্দর মেধাবী জাতি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তাড়াশে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালন করা হয়েছে। এ লক্ষে শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা প্রসাশনের আয়োজনে এক বিশাল র্যালী উপজেলা প্রাঙ্গন থেকে বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় অংশ নেয়। উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল হকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সাংসদ গাজী ম.ম আমজাদ হোসেন মিলন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার মো. আবু হানিফ, মৎস্য অফিসার হাফিজুর রহমান, টিসি খাইরুল ইসলাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।