গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে প্রসাশনের হস্তক্ষেপে ১০ হাজার বিঘা জমির ফসল নিশ্চিত পচনের হাত থেকে রক্ষা পেয়েছে। একই সঙ্গে স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে চার গ্রামের শতাধিক পরিবার। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রসাশনের তরফ থেকে মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর বাহিরপাড়া গ্রামের প্রভাবশালীদের সৃষ্ট জলাবদ্ধতার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হলে ফসলহানী এবং জলাবদ্ধতা থেকে রক্ষা পায় এলাকাবাসী।
জানা গেছে, নাদোসৈয়দপুর বাহিরপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুর রাজ্জাক, আবুল কালাম, এবং আব্দুস ছালাম ওই গ্রামের মধ্যে দিয়ে পানি নিষ্কাসনের জন্য ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সরকারি কালভার্টের মুখ অবৈধভাবে বন্ধ করে দেয়। এতে হুমকীর মুখে পড়ে এলাকার প্রায় ১০ হাজার বিঘা জমির ফসল। শতাধিক বাড়িতে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
উপজেলা নির্বাহী অফিসার এসএম ফেরদৌস ইসলাম জানান, তার নেতৃত্বে নাদোসৈয়দপুর বাহিরপাড়া গ্রামে অবৈধভাবে ভরাটকৃত কালভার্টের মুখের মাটি অপসারণ করে পানি প্রবাহের পথ মুক্ত করে দেওয়া হয়েছে। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।