ঢাকাবৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে ভীষণ খুশি কর্মহীন মানুষ

সময়ের সংবাদ
এপ্রিল ২৯, ২০২১ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষজন প্রধানমন্ত্রীর উপহার পেয়ে ভীষণ খুশি হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া খাদ্য সামগ্রী কর্মহীনদের হাতে তুলে দেন।
তাড়াশ পৌর শহরের স্থানীয় বাসিন্দা ও তাড়াশ বাসস্ট্যান্ড এলাকার চা বিক্রেতা আলাল হোসেন বলেন, সরকারি বিধিনিষেধ মেনে চা বিক্রি বন্ধ রেখেছিলেন। কদিন থেকে আবার নির্দিষ্ট সময় পর্যন্ত দোকানদারি করছেন। কিন্তু করোনা সংক্রমণের আশঙ্কায় চায়ের দোকানগুলোয় আড্ডা কমে গেছে। চা বিক্রিও নেই বললেই চলে। সংসার চালাতে হচ্ছে কোনমতে টেনেটুনে। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর উপহার যেন তাকে প্রাণে বাঁচিয়ে দিলো!
আরেকজন ভুক্তভোগী তাড়াশ বাসস্ট্যান্ড এলাকার নাপিত সুজন কুমার বলেন, করোনায় কর্মহীন হয়ে না খেয়ে থাকার অবস্থা তার পরিবারে। সরকারিভাবে খাদ্য সামগ্রী পেয়ে তাদের খুব উপকার হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম সময়ের সংবাদকে বলেছেন, ২০০ জন কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া হয়েছে। যা অব্যাহত থাকবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।