গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশে এডাবের উদ্যোগে এবং পরিবর্তন সংস্থার আয়োজনে প্রতিবন্ধী সুরক্ষা আইন-২০১৩ অবহিতকরণ ও করণীয় শীর্ষক এক সচেতনতামূলক কর্মশালা রবিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য হোসনেআরা পারভিন লাভলী। এডাবের সিরাজগঞ্জ জেলা সভাপতি ও পরিবর্তন পরিচালক আব্দুর রাজ্জাক রাজু এ কর্মশালায় সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মনসূর উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আলী বিদ্যুত, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মনোয়ারা পারভীন মিনি, কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, এডাব পরিচালক একে এম জসীম উদ্দীন, নারী নেত্রী মিনতী রানী বসাক, রোকসানা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, পরিবর্তন সংস্থার জেনারেল ম্যানেজার ও দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা।