গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের মাধ্যমে আর্থিকভাবে সাবলম্বী করার লক্ষ্যে ব্যবসায় সহায়তা দেওয়া হয়েছে। গতকাল রবিবার উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় পরিবর্তন নামের একটি বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এর আয়োজন করে। এ সময় ১৫ জন শারীরিক প্রতিবন্ধীর প্রত্যেককে ৯ হাজার টাকার ক্ষুদ্র ব্যবসার মালামাল দেওয়া হয়।
আয়োজক সংস্থার সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন । বক্তব্য দেন, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার মো. আলাউদ্দিন এবং প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল বারী, প্রেসক্লাবের প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম রনি, পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, জেনারেল ম্যানেজার ও দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা, সমন্বয়কারী মো. আবু হানিফ, প্রতিবন্ধী পুনর্বাসন কর্মী রোকসানা খাতুন প্রমুখ।
এরআগে উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ২শ’ প্রতিবন্ধীর মাঝে সনদ বিতরণ করা হয়।