গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে পৃথক দুইটি অভিযানে অতি দরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজির ৭০ বস্তা চালসহ দু’জনকে আটক করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার নওগা ইউনিয়নের মহিষলুটি বাজারের ডিলার মো. সুজন হাসান ১০ জন কার্ডধারীর ভূয়া মাস্টাররোল দেখিয়ে ১০ বস্তা চাল কালোবাজারী করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিদাশনিলি গ্রামের ভ্যানচালক রাজিব হাসানের বাড়ি থেকে ১০ বস্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান। একই সাথে ডিলার সুজন ও ভ্যানচালক রাজিবকে আটক করা হয়। ওই দিন সন্ধায় মাগুড়াবিনোদ ইউনিয়নের হান্নান ডিলারের ৬০ বস্তা চাল জব্দ করেছে তাড়াশ থানা পুলিশ।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, মাগুড়াবিনোদ ইউনিয়নের হান্নান ডিলার কালোবাজারীর উদ্দেশ্যে দুইটি ভটভটি করে ৬০ বস্তা চাল তাড়াশ বাজারে পাঠায়। গোপনে সংবাদ পেয়ে তাড়াশ পশ্চিম ওয়াবধা বাঁধ থেকে চালগুলো জব্দ করা হয়। চাল পাচার করার অভিযোগে সুজন ও রাজিবকে আদালতে পাঠানো হয়েছে। হান্নান ডিলারের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।