ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে পৃথক অভিযানে ১০ টাকা কেজির ৭০ বস্তা চালসহ আটক ২

সময়ের সংবাদ
এপ্রিল ২০, ২০১৭ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:

সিরাজগঞ্জের তাড়াশে পৃথক দুইটি অভিযানে অতি দরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজির ৭০ বস্তা চালসহ দু’জনকে আটক করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার নওগা ইউনিয়নের মহিষলুটি বাজারের ডিলার মো. সুজন হাসান ১০ জন কার্ডধারীর ভূয়া মাস্টাররোল দেখিয়ে ১০ বস্তা চাল কালোবাজারী করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিদাশনিলি গ্রামের ভ্যানচালক রাজিব হাসানের বাড়ি থেকে ১০ বস্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান। একই সাথে ডিলার সুজন ও ভ্যানচালক রাজিবকে আটক করা হয়। ওই দিন সন্ধায় মাগুড়াবিনোদ ইউনিয়নের হান্নান ডিলারের ৬০ বস্তা চাল জব্দ করেছে তাড়াশ থানা পুলিশ।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, মাগুড়াবিনোদ ইউনিয়নের হান্নান ডিলার কালোবাজারীর উদ্দেশ্যে দুইটি ভটভটি করে ৬০ বস্তা চাল তাড়াশ বাজারে পাঠায়। গোপনে সংবাদ পেয়ে তাড়াশ পশ্চিম ওয়াবধা বাঁধ থেকে চালগুলো জব্দ করা হয়। চাল পাচার করার অভিযোগে সুজন ও রাজিবকে আদালতে পাঠানো হয়েছে। হান্নান ডিলারের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।