গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
পূর্ব শত্রুতার জের ধরে তাড়াশে গত বুধবার গভীর রাতে আব্দুল কুদ্দুস নামে এক প্রতিবেশীর বাড়িতে হামলা চালিয়েছে কয়েকটি পরিবার। হামলায় গুরতর আহত ৩ জন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতেই অভিযান চালিয়ে ২ জনকে আটক করছে তাড়াশ থানা পুলিশ। ঘটনাটি উপজেলার নওগাঁ ইউপির চাক রৌহালী গ্রামের।
জানা গেছে, আব্দুল কুদ্দুসের সঙ্গে বসত বাড়ির জায়গা নিয়ে তার নিকটতম প্রতিবেশী আশরাফের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধায় এ নিয়ে দু’জনের মধ্যে সামান্য ঝগড়া হয়। ঝগড়া শেষে কুদ্দুস ঘুমিয়ে পড়লে আশরাফ, জালাল, রাজ্জাক, হোসেন, আহম্মেদ, লিটন, নাইম, আলী, হামজালা, নজরুলসহ অজ্ঞাত আরো কয়েকজন রাত ১২ টার দিকে কুদ্দুসের বাড়িতে হামলা চালায়। হামলায় কুদ্দুসসহ তার ভাই আব্দুল হান্নান, রেজাউল করিম, মেয়ে বুলবুলি খাতুন এবং বয়োবৃদ্ধ মা জাবেদা খাতুন আহত হন। এ সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। হামলার সীকার গুরুতর আহত আব্দুল কুদ্দুস, আব্দুল মান্নান, রেজাউল করিম সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আশরাফের পক্ষে নাজমুল হাসান বলেন, কুদ্দুসের বাড়ির একজন গৃহবধুকে ওরা সবাই মিলে মাঝে মধ্যেই নির্যাতন করে। যে কারণে গ্রামবাসী হামলা চালিয়েছে।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, ওই রাতে বুলবুলি নামে একটি মেয়ের মোবাইল কলের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ সময় ছোরমান ও নাসির নামে ২ জনকে আটক করা হয়। তবে তাদের ওপর কুদ্দুসের অভিযোগ না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।