ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০১৬
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ভাংচুর, গুলি বর্ষণ

সময়ের সংবাদ
ডিসেম্বর ৫, ২০১৬ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জ তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ভাংচুর ও গুলি বর্ষণ করা হয়েছে। শনিবার উপজেলার তালম ইউনিয়নের তালম নগড় পাড়া গ্রামের তোকাব্বর মাস্টারের বাড়িতে ঘটনাটি ঘটে। এসময় বাড়িঘর ভাংচুর ও ৩ রাউন্ড গুলি বর্ষণ করে দূর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থ পরিবার ও নিকটবর্তী প্রতিবেশী সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে একদল অপরিচিত মানুষ নিজেদের তাড়াশ থানা পুলিশ পরিচয় দিয়ে মাস্টার বাড়ির মূল দরজা খুলতে বলেন। তোকাব্বর মাস্টারের ছেলে গোলাম রাব্বানীর (৩৫) সন্দেহ হলে তিনি প্রতিবশী ইউপি সদস্য আবু তাহেরকে ডাকতে বললে তারা জোড়পূর্বক বাড়িতে ঢোকার চেষ্টা করে ও তিন রাউন্ড গুলি ছুড়ে। এসময় বাড়ির ভেতরে থাকা  ৫জন দরজা খুলতে বাধা দিলে দূর্বৃত্তরা বাড়ির বেশ খানিকটা অংশের টিনের বারান্দা ও আশপাশ দা-কুড়াল দিয়ে কোপায়ে ভাংচুর করে এবং মামলা তুলে নিতে তোকাব্বর মাস্টারকে হুমকী দেয়। একপর্যায়ে তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
প্রসঙ্গত: জমিজমা দখল সংক্রান্ত ব্যাপারে আরো একবার একই ধরনের হামলার শিকার হন তোক্কাবর মাস্টারের পরিবার। ওই সময়ও মাস্টার পরিবারে গুলি বর্ষণ ও অপহরণের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে তাড়াশ থানা অফিসার ইন্চার্জ মো. মনজুর রহমান বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।