ঢাকাবুধবার , ২১ জুন ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে পাট ক্ষেত থেকে ছাগল ধরা নিয়ে প্রান্তিক কৃষককে মারধর-বসতঘর ভাংচুর

সময়ের সংবাদ
জুন ২১, ২০১৭ ৩:১২ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
জেলার তাড়াশে পাট ক্ষেত থেকে ছাগল ধরা নিয়ে জাহাঙ্গীর হোসেন (৪০) এবং বাচ্চু মিঞা (৩৫) নামে দুই প্রান্তিক কৃষককে বেধরক মারধর করেছে প্রভাবশালী সহদোর চারভাই। ভাংচুর করা হয়েছে তাদের বসতঘর। গুরুত্বর আহত জাহাঙ্গীর হোসেনকে মূমুর্ষূ অবস্থায় বগুড়াস্থ জিয়া মেডিকেলে রেফার করা হয়েছে। ঘটনাটি উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের।
প্রতিবেশীরা জানান, মঙ্গলবার পরন্ত বিকেলে ওই গ্রামের মানিক মাস্টারের ছেলে মস্তফার একটি ছাগল মৃত শহর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেনের পাট ক্ষেতের বেশ খানিকটার পাট গাছ খায় ও নষ্ট করে। এ কারণে সে ছাগলটি ধরে বাড়িতে নিয়ে যায়। বিষয়টি মানিক মাস্টার জানতে পেরে তার চার ছেলে গোলাম মস্তফা (৩৮), আলামিন হোসেন (২৮), জুয়েল রানা (২৫) এবং ইয়ামিনকে (২২) ছাগলটি আনার জন্য পাঠায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করা হয় জাহাঙ্গীরকে। আরেক সহদর ভাই বাচ্চু মিঞা এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।
ওই সময় তাদের বসতঘর ভাংচুর করে আগুনে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে প্রভাবশালীরা। স্থানীয়রা বাধা দেওয়ার পরও বাড়ির উঠোনের খোয়ারে আগুন দেয় তারা। পরে প্রতিবেশীরা আগুন নিভিয়ে তাদের দুইজনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাহাঙ্গীর হোসেনকে মূমুর্ষূ অবস্থায় বগুড়াস্থ জিয়া মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক আসিফ রহমান।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, ‘বিষয়টি জেনেছি।’

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।