ঢাকামঙ্গলবার , ১৬ নভেম্বর ২০২১
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে ধানের ফলন ভালো, কৃষক খুশি

সময়ের সংবাদ
নভেম্বর ১৬, ২০২১ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। এসব ধানের ভালো ফলন ও আশানুরুপ দাম পেয়ে কৃষক খুশি।
বারুহাস ইউনিয়নের বোদিনাথপুর গ্রামের কৃষক আব্দুল কাদের ও বিনসাড়া গ্রামের কৃষক আজম আলী বলেন, আমরা বিনা ১৭ ও ব্রি ধান ৭৫ আবাদ করেছিলাম। প্রতি বিঘাতে ১৮ থেকে ২০ মণ করে ফলন হয়েছে।
পৌর এলাকার আসানবাড়ি গ্রামের কৃষক সাহালম প্রামানিক বলেন, আমি কাটারি ও মিনিকেট জাতের ধানের আবাদ করেছি। এখন ধানা কাটা শুরু হয়েছে। এসব ধানের ফলন ভালো হচ্ছে। দামও ভালো।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আমন ধানের লক্ষ্যমাত্রা ছিলো ১২ হাজার ৯০৭ হেক্টর। ধান লাগানো হয়েছিলো ১৩ হাজার ৯৫৫ হেক্টর। কিন্তু বন্যার কারণে ক্ষতি হয় ১৬৬৪ হেক্টর। ইতোমধ্যে ১৯% খেতের ধান কাটা হয়েছে।
(১৫ অক্টোবর) সোমবার সরজমিনে বোদিনাথপুর গ্রাম এলাকার বিস্তীর্ণ মাঠে দেখা যায়, কৃষি শ্রমিকরা খেতের ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, কৃষকরা অনুরূপভাবে ধানের ফলন ও দাম পেলে নিশ্চিত লাভবান হবেন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।