গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া প্রায় দের শতাধিক সরকারি গাছ হরিলুট হয়ে গেছে। প্রকাশ্যে এসব গাছ ও ডালপালা কেটে নিয়ে যায় স্থানীয়রা। সংশ্লিষ্ট বিভাগের নজরদারীর অভাবে গাছ লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গত সোমবার সকালে তাড়াশ সদর ইউনিয়নের তাড়াশ গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। ঝড়ে ব্যক্তি মালিকানা ছাড়াও সরকারি প্রতিষ্ঠান ও সড়কের ছোট-বড় অন্তত দের শতাধিক গাছ ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শী আব্দুল খালেক ও আব্দুল করিম জানান, ঝড় শেষে দু’জন তাড়াশ-নিমগাছি সড়ক এবং তাড়াশ-সলঙ্গা সড়ক বয়ে হেঁটে আসছিল। এ সময় তারা আনুমানিক এককিলো রাস্তায় ৭০ থেকে ৮০ টি ভেঙে গড়া গাছ দেখতে পায়। তাড়াশ-খালকুলা সড়ক, তাড়াশ-মহিষলুটি সড়কেও একইভাবে গাছ ভেঙে পড়ে। এছাড়াও তাড়াশ পশ্চিম ওয়াবধা বাঁধ সড়ক, উত্তর বাঁধ সড়ক, তাড়াশ-কোহিত সড়কে বিচ্ছিন্নভাবে গাছ ভেঙে পড়ে। ঝড়ের পরপরই ওই সব গাছ হরিলুটে মেতে উঠে স্থানীয়রা।
এ প্রসঙ্গে উপজেলা ফরেস্টার মো. মোসলেম উদ্দিন বস জানান, তিন-চারটি গাছ নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় জনবল ও অর্থের অভাবে সব গাছ উদ্ধার করা সম্ভব হয়নি। কিছু গাছ আছে এলজিইডি বনায়নের আওতায়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মনসূর উদ্দিন জানান, ঝড় শেষ হতেই আমি নিজে উপস্থিত থেকে তিন-চারটি গাছ নিয়ে আসি। অন্য গাছগুলো সংশ্লিষ্টদের নিয়ে আসতে বলি। তারা গাছগুলো খুঁজে পায়নি বলে জানান। মঙ্গলবার দিনভর সরকারি গাছ উদ্ধারে মাইকিং করা হয়েছে।