গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় গুড়পিপুল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পিয়াস আহমেদ ও গোলাম মোস্তফা নামের দুই এসএসসি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনার সীকার হয়েছেন। এদের একজনকে তাড়াশ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং আরেকজনকে বগুড়াস্থ জিয়া মেডিকেলে রেফার করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে গুল্টা ৩৬৯-সি কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে পিয়াস আহমেদ এবং গোলাম মোস্তফা মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল। এমন সময় গুড়পিপুল-ব্যরখালি রাস্তার মাঝে তাদের মোটর সাইকেলটি একটি অটো ভ্যানগাড়িতে লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা খায়। এরপর দুজনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পিয়াসকে ভর্তি রেখে মোস্তফার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়াস্থ জিয়া মেডিকেলে রেফার করা হয়েছে। মাথায় আঘাতের কারণে মোস্তফার মুখ দিয়ে রক্ত আসছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।