ঢাকাবৃহস্পতিবার , ২৯ জুন ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে দুই নারীকে মারধর-বসতঘর ভাংচুর

সময়ের সংবাদ
জুন ২৯, ২০১৭ ৬:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
জেলার তাড়াশে জমিজমা সংক্রান্ত জের ধরে ফরিদা পারভিন (২৬) এবং ফুলেরা খাতুন (২৮) নামে দুই নারীকে মারধর ও বসতঘর ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গুরত্বর আহত ফরিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি উপজেলার মাধাইনগর ইউনিয়নের সেরাজপুর গ্রামের।
থানায় করা লিখিত অভিযোগ সূত্রে ও প্রতিবেশীর কাছ থেকে জানা যায়, ওই গ্রামের মৃত জাফর প্রামানিকের ছেলে ছাবেদুল ইসলামের ২২ শতক ফসলি জমি নিয়ে মৃত আকবর আলীর ছেলে প্রভাবশালী শহিদুল ইসলামের বিরোধ চলে আসছিল। এতে উভয় পক্ষ আদালতের স্বরণাপন্ন হলে দলিল মূলে আদালত ছাবেদুল ইসলামের পক্ষে রায় দেন। তারপর থেকে সেখানে বসতঘর নির্মান করে পরিবার নিয়ে স্থায়ী বসবাস শুরু করেন তিনি।
বুধবার দুপুরে শহিদুলসহ দুর্বৃত্তরা জায়গাটির দখল নেওয়ার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়ে বসতঘরটি ভেঙে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে দেয়। ওই সময় ছাবেদ আলীর দুই মেয়ে ফরিদা এবং ফুলেরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বেধরক মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতবস্থায় উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুইজনের মধ্যে ফরিদার শরীরে গুরুত্বর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক সজিব রায়।


ঘটনার পর মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসান মির্জার সঙ্গে উভয় পক্ষ যোগাযোগ করে। পক্ষদ্বয় নিয়ে বসে আগামী সাত দিনের মধ্যে সমাধান দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি।’

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।