আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জের তাড়াশে ৩টি দোকান থেকে প্রায় ৪১ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা বাজারে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ তিন ব্যবসায়ী। ব্যবসায়ীরা হলেন, স্থানীয় আলমাছ মাহমুদ, মামুন হোসেন, আব্দুস সামাদ।
ব্যবসায়ীক আলমাছ মাহমুদ বলেন, গতকাল শুক্রবারে বিভিন্ন কোম্পানীর মালামাল আমার দোকানে তুলেছি। আমি প্রতিদিনের ন্যায় দোকানে তালা দিয়ে বাড়িতে যাই। ভোর রাতে খবর পেয়ে দোকানে গিয়ে দেখি আমার দোকানের তালা ভেঙ্গে চোরেরা মালামালসহ নগদ টাকা ও বিকাশের মোবাইল ফোন, সিসি ক্যামেরা ,হার্ডডিক্স চুরি করে নিয়ে গেছে। এতে আমার প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এক বছর আগেও আমার দোকানে এমন চুরি হয়েছিলো।
আব্দুল মামুন জানান, একই দিনে সিনজেনটা কোম্পানির মালামাল সহ নগদ টাকা চুরি হয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও একই সময় পাশের আব্দুস সামাদের দোকানের তালা ভেঙ্গে মালামাল সহ নগদ টাকা চুরি করে নিয়েছে।
স্থানীয়রা জানান, এই বাজারের বিভিন্ন দোকানে পৃর্বেও চুরির ঘটনা ঘটছে। নৈশ প্রহরীর টহল থাকার পরও চুরি হচ্ছে। এতো চুরির ঘটনা ঘটলে কিভাবে ব্যবসায়িরা ব্যবসা করবে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।