ঢাকামঙ্গলবার , ২৬ জুলাই ২০২২
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে জরাজীর্ণ ইউনিয়ন পরিষদ, ছাদ চুয়ে পানি পড়ে

সময়ের সংবাদ
জুলাই ২৬, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আরিফুল ইসলামঃ

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশিগ্রাম-গুড়পিপুল ইউনিয়ন পরিষদ কমপ্লক্সে ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে এবং বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি চুয়ে পড়ে।

জানা গেছে, ভবনটি দীর্ঘ দিন ধরে কোনো সংস্কার করা হয়নি।এই জন্য সংস্কারের অভাবে ভবনটির বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। ছাদের এবং দেয়াল ও পিলারের পলেস্তারার খসে পড়েছে। বৃষ্টি হলে ছাদ চুয়ে পানি পড়ে। কাঠের দরজা জানালা অনেক আগেই পোকায় খেয়ে নষ্ট করে ফেলায় খুলে পড়ে গেছে। যেকোনো সময় ধসে প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় মানুষ ও জনপ্রতিনিধিরা।

এবিষয়ে দেশিগ্রাম-গুড়পিপুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক বলেন, আমি চেয়ারম্যান হওয়ার পরে ভবনটির সংস্কারের কোনো বাজেট আসেনি। বাজেট আসলে সংস্কার করা হবে।

দেশিগ্রাম-গুড়পিপুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে ইউনিয়ন পরিষদের ভবনটির সংস্কারের জন্য উপজেলায় লিখিত আবেদন দিয়েছিলাম।কিন্তু সংস্কারের  কোনো বাজেট পাইছিলাম না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।