ঢাকাসোমবার , ২৪ জুলাই ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সময়ের সংবাদ
জুলাই ২৪, ২০১৭ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের  জেলার তাড়াশে আবাদি জমি ক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরে মো. খোরশেদ আলী খুশি (৫৩) নামে এক বৃদ্ধকে  পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে তাড়াশ থানা পুলিশ। মো. খোরশেদ আলী খুশি তালম ইউনিয়নের গোন্তাা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, খোরশেদ আলী খুশির বাড়ির আঙিনার ১৮ শতক জমি গোন্তা গ্রামের আবুল হোসেনের ছেলে প্রভাষক আব্দুল আজিজ বছর ভিত্তিক ইজারা নিয়ে প্রায় বছর তিনেক ধরে ইরি-বোরো ধানের আবাদ করে আসছিল। সম্প্রতি জমির মালিক পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার মোজাম আলী জমিটুকো খোরশেদ আলী খুশির কাছে বিক্রি করে দেন। নিজের কিনে নেওয়া জমিতে সোমবার সকাল আনুমানিক ১১টার সময় আইল দিতে গেলে প্রভাষক আব্দুল আজিজ তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।