গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের জেলার তাড়াশে আবাদি জমি ক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরে মো. খোরশেদ আলী খুশি (৫৩) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে তাড়াশ থানা পুলিশ। মো. খোরশেদ আলী খুশি তালম ইউনিয়নের গোন্তাা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, খোরশেদ আলী খুশির বাড়ির আঙিনার ১৮ শতক জমি গোন্তা গ্রামের আবুল হোসেনের ছেলে প্রভাষক আব্দুল আজিজ বছর ভিত্তিক ইজারা নিয়ে প্রায় বছর তিনেক ধরে ইরি-বোরো ধানের আবাদ করে আসছিল। সম্প্রতি জমির মালিক পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার মোজাম আলী জমিটুকো খোরশেদ আলী খুশির কাছে বিক্রি করে দেন। নিজের কিনে নেওয়া জমিতে সোমবার সকাল আনুমানিক ১১টার সময় আইল দিতে গেলে প্রভাষক আব্দুল আজিজ তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।