ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০১৭
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে জমিজমা সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬

সময়ের সংবাদ
জানুয়ারি ১৯, ২০১৭ ৪:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব সংবাদদাতা, সময়ের সংবাদ: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের  সংঘর্ষে ২৬জন আহত হয়েছে। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ ইশ্বরপুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।
জানা যায়, ইশ্বরপুর গ্রামের আলাউদ্দিন আলী গংয়ের সাথে একই গ্রামের আতাব আলী গংয়ের জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনা কেন্দ্রকরে মঙ্গলবার বিকেলে দু’পক্ষের মধ্যে সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় দু’পক্ষের লোকজন লাঠি শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করলে ২৬জন আহত হয়।
আহতরা হলেন আতাব আলী গংয়ের আব্দুস ছাত্তার, মোছা. আদুরী খাতুন, শহিদুল ইসলাম, তোতা মিঞা, ছালেহ, রুপছানা খাতুন, তোফাজ্জল হোসেন, মিনি খাতুন, শেফালী খাতুন, নাছির উদ্দিন, সাদ্দাম হোসেন, খলিল, মিঠু, নাজিমুদ্দিন এবং আব্দুল মজিদ। আলাউদ্দিন গংয়ের আলাউদ্দিনসহ জামাল উদ্দিন, মজিবুর রহমান, শাজাহান, নবির হোসেন, সোহরাব আলী, আজিমুদ্দিন, হুরজান, হাবিবুর রহমান, ইব্রাহিম ও জয়নাল।
এ বিষয়ে তাড়াশ থানা ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে ঘটনা স্থল সরেজমিনে পরিদর্শন করে আহতদের চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনানুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।