গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
জুয়া খেলার সময় সিরাজগঞ্জের তাড়াশে ছয় জুয়াড়িকে আটক করে তাড়াশ থানা পুলিশ। সোমবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হচ্ছেন- মোহাম্মাদ (৩৬), আমির হামজা (২৮), রহিজ উদ্দিন (৩০), মোহাম্মাদ আলী (৩২), শাজাহান (৩৫) এবং আব্দুর রাজ্জাক (৪০)।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত আনুমানিক আটটার সময় থানার সেকেন্ড অফিসার মো. তোফায়েল হোসেন একদল পুলিশ নিয়ে মাধাইনগর ইউনিয়নের বিলাশপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের একটি পুকুর পাড় থেকে ছয় জুয়াড়ি তাস দিয়ে জুয়া খেলার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। সোমবার জুয়া আইনে মামলা দিয়ে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।