আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মাদক মুক্ত করতে অভিযান চালানো হয়েছে।
(১৮ এপ্রিল) সোমবার সকালে দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামের বিভিন্ন পাড়ায় চোলাই মদের ব্যবসায়িদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১০০ লিটার চোলাই মদ মাটিতে ঢেলে নষ্ট করে দেওয়া হয়েছে।
এসময় অভিযানটি পরিচালিত হয় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-মানব বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, ছাত্রলীগ নেতা গৌরাঙ্গ বসাক ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী নয়ন সরকার’র নেতৃত্বে।
এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল বলেন, আমার ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীদের এমন উদ্যোগ নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মাদক মুক্ত অভিযান অব্যাহত থাকবে।আমরা উপজেলা ছাত্রলীগ পরিবার তাদের পাশে আছি। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ বলেন, গ্রামে মাদক ঢোকার অর্থ হচ্ছে তরুণ সমাজের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া। মাদক এখন একটি বড় ব্যবসা। যারা এসব করছে, তাদের আইনের আওতায় আনা উচিত।